এমিরেটসের বার্ষিক মুনাফা বেড়েছে ৪৩%

Emirates_Airbusএভিয়েশন নিউজ: ২০১৩-১৪ অর্থবছরে (মার্চ, ২০১৪ পর্যন্ত) এমিরেটস এয়ারলাইনসের নেট আয় বেড়ে হয়েছে ৩ দশমিক ২৫৪ বিলিয়ন দিরহাম (৮৮৭ মিলিয়ন ডলার), যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৮ মিলিয়ন দিরহাম। গত বৃহস্পতিবার এমিরেটস এ তথ্য জানায়।

উড়োজাহাজ সংস্থাটি আরো জানায়, শুধু এমিরেটস হলিডের মুনাফাই আগের বছরের একই সময়ের চেয়ে ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ বিলিয়ন দিরহামে (১ দশমিক ১ বিলিয়ন ডলার)।

গত অর্থবছরে সব মিলিয়ে ৪৪ দশমিক ৫ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে এমিরেটস। এ সময় ২ দশমিক ৩ মিলিয়ন টন পণ্যও পরিবহন করে তারা। বিশ্বের ৮০টি দেশের ১৪২টি গন্তব্যে এ সেবা দিয়েছে সংস্থাটি।

এমিরেটসের প্রতিবেদনে আরো জানানো হয়, সম্প্রতি তাদের বহরে ২৪টি নতুন বড় আকারের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এতে বিমান সংস্থাটির সক্ষমতা বেড়েছে আগের চেয়ে ১৫ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.