এভিয়েশন নিউজ: ২০১৩-১৪ অর্থবছরে (মার্চ, ২০১৪ পর্যন্ত) এমিরেটস এয়ারলাইনসের নেট আয় বেড়ে হয়েছে ৩ দশমিক ২৫৪ বিলিয়ন দিরহাম (৮৮৭ মিলিয়ন ডলার), যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৮ মিলিয়ন দিরহাম। গত বৃহস্পতিবার এমিরেটস এ তথ্য জানায়।
উড়োজাহাজ সংস্থাটি আরো জানায়, শুধু এমিরেটস হলিডের মুনাফাই আগের বছরের একই সময়ের চেয়ে ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ বিলিয়ন দিরহামে (১ দশমিক ১ বিলিয়ন ডলার)।
গত অর্থবছরে সব মিলিয়ে ৪৪ দশমিক ৫ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে এমিরেটস। এ সময় ২ দশমিক ৩ মিলিয়ন টন পণ্যও পরিবহন করে তারা। বিশ্বের ৮০টি দেশের ১৪২টি গন্তব্যে এ সেবা দিয়েছে সংস্থাটি।
এমিরেটসের প্রতিবেদনে আরো জানানো হয়, সম্প্রতি তাদের বহরে ২৪টি নতুন বড় আকারের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এতে বিমান সংস্থাটির সক্ষমতা বেড়েছে আগের চেয়ে ১৫ শতাংশ।