উত্তেজনা উসকে দিয়ে কাতার এয়ারওয়েজের যুক্তরাষ্ট্রে ফ্লাইট বৃদ্ধি

qatar_bgযুক্তরাষ্ট্রে নিজেদের সেবা কার্যক্রম বৃদ্ধির ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। আশঙ্কা করা হচ্ছে, গতকাল সোমবারের এ ঘোষণা মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের চলমান উত্তেজনা আরো উসকে দেবে।
উপসাগরীয় উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ দোহা থেকে লস অ্যাঞ্জেলেস, বোস্টন ও আটলান্টায় প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। সে সঙ্গে নিউইয়র্কে দ্বিতীয় দৈনিক ফ্লাইটও পরিচালনা করবে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ইনকরপোরেশন, ইউনাইটেড কমার্শিয়াল হোল্ডিংস ইনকরপোরেশন ও আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উপসাগরীয় উড়োজাহাজ সংস্থাগুলো তাদের সরকারের কাছ থেকে অবৈধ ভর্তুকি নিয়ে থাকে। আর এ কারণে বিমান চলাচল খাতে স্বাভাবিক প্রতিযোগিতার পরিবেশ থাকছে না।
তাদের অভিযোগ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ গত এক দশকে তাদের সরকারের কাছ থেকে মোট ৪০ বিলিয়ন ডলার ভর্তুকি নিয়েছে। এ বাড়তি অর্থ পাওয়ার ফলে এ উড়োজাহাজ সংস্থাগুলো বাজারে সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় কম দামে টিকিট বিক্রি করতে পারে। ফলে যাত্রীরা উপসাগরীয় সংস্থাগুলোর দিকেই আকৃষ্ট হয় বেশি। এ অভিযোগ উত্থাপন করে উপসাগরীয় উড়োজাহাজ সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে নতুন করে কোনো সেবা চালুর ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়ার চাপ দিয়ে আসছিল মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলো।
১৭ এপ্রিল মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলোর প্রধান নির্বাহীরা সরকারের কাছে যৌথভাবে জানান, উপসাগরীয় উড়োজাহাজ সংস্থাগুলো আরো ফ্লাইট পরিচালনা করলে তাদের যাত্রীরা সে দিকেই চলে যাবেন, যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর
হয়ে উঠবে।
বাস্তবে দেখা যাচ্ছে, মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলোর চাপকে মোটেও আমলে না নিয়ে এখানে কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে
কাতার এয়ারওয়েজ। আর নিজেদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই তা অস্বীকার করে আসছিল তারা।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টায় ফ্লাইট পরিচালনায় তারা দুই করিডোরবিশিষ্ট বোয়িং৭৭৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করবে। আর বোস্টন ও নিউইয়র্কে দ্বিতীয় ফ্লাইট পরিচালনায় ব্যবহূত হবে এয়ারবাস গ্রুপের দুই-করিডোরের এনভি৩৫০-৯০০ এক্সডব্লিউবি মডেলটি।
আগামী বছরের জানুয়ারির প্রথম দিন থেকে লস অ্যাঞ্জেলেসে, একই বছরের ১৬ মার্চ থেকে বোস্টনে ও ১ জুলাইয়ে আটলান্টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালু হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রশাসন থেকে বলা হয়েছে, ভর্তুকির অভিযোগগুলো চলতি মাসের শেষে পর্যালোচনা শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.