রানির ওপর ক্ষেপে গেলেন দীপিকা পাডুকোন

রানির ওপর ক্ষেপে গেলেন দীপিকা পাডুকোন।

প্রতিবছরের শেষে বলিউড তারকাদের একটি রাউন্ড টেবিল হয়। সারাবছরের শীর্ষ সফল তারকারা সেখানে অংশ নিয়ে তাদের সেই বছরের সিনেমার বিভিন্ন বিষয় শেয়ার করেন। এ বছরের রাউন্ড টেবিলে ছিলেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, আনুশকা শর্মা, তাপসী পান্নু, টাবু ও আলিয়া ভাট।
তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে বলতে ‘মি টু’ মুভমেন্ট নিয়ে কথাবার্তা শুরু হয়। সেখানে দীপিকা, আনুশকা, আলিয়া মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলতেই রানি তাদের বিরুদ্ধে কথা বলেন। রানির দাবি মহিলাদের বেশি সতর্ক থাকা উচিত।

রানীর এমন মন্তব্যের পর দীপিকা সরাসরি রানির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আত্মরক্ষার কথা এখানে হচ্ছে না। বিষয়টি যৌন হেনস্তা নিয়ে, প্রশ্নটা এটাই যে মহিলাদের সঙ্গে এই আচরণটা করার কথা কোনো পুরুষ ভাবে কেন? সুস্থ মানুষ তো এমন ভাবতে পারে না!’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.