প্রকাশ্যেই বিমানসেবিকাদের সঙ্গে দুর্ব্যবহা করেছেন ঐশ্বরিয়া-ক্যাটরিনা

প্রকাশ্যেই বিমানসেবিকাদের সঙ্গে দুর্ব্যবহা করেছেন ঐশ্বরিয়া-ক্যাটরিনা।

ছোটখাট বিষয়ে সমস্যা তৈরি করতে সেলিব্রিটিদের জুড়ি মেলা ভার। পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে চড়ে যায় বহু বলি তারকার। শ্যুটিং সেটে প্রকাশ্যেই ক্রু মেম্বারদের সঙ্গে দুর্ব্যবহার করার তালিকায় নাম রয়েছে বহু তাবড় অভিনেতা-অভিনেত্রীদের। তবে প্লেনে উঠেও যে বেজায় ক্ষেপে যেতে পারেন নায়িকারা তা বোধহয় জানা ছিল না অনেকেরই।

প্লেন জার্নিতে মেজাজ হারানোর লিস্টে উপরের দিকেই আছে দুই অভিনেত্রীর নাম। ক্যাটরিনা কাইফ এবং ঐশ্বরিয়া রাই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্লেনে জার্নি করার সময় নাকি একদমই কথা বলা পছন্দ করেন না ক্যাটরিনা।
এমনকী তাঁর কিছু প্রয়োজন হলে সেটাও নাকি তিনি তাঁর ম্যানেজারকে মেসেজ করে দেন। তো এমন কথা বলতে পছন্দ না করা অভিনেত্রীকে নাকি একবার এক বিমানসেবিকা ঘুম থেকে জাগিয়ে তুলেছিলেন। তাও আবার গায়ে হাত দিয়ে ডেকে।
জানা গিয়েছে, কোনও একবার বিমান সফরের সময় সিট বেল্ট খোলা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন ক্যাটরিনা। তাঁকে সতর্ক করতে বহুবার নাম ধরে ডাকেন দায়িত্বে থাকা বিমানসেবিকা। কিন্তু সাড়া মেলেনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকা নায়িকার থেকে। অগত্যা উপায় না পেয়ে নায়িকাকে গায়ে হাত দিয়ে ডেকে তোলেন ওই বিমানসেবিকা। ব্যস, এতেই বেজায় ক্ষেপে যান অভিনেত্রী। রীতিমতো চিলচিৎকার জুড়ে দেন তিনি। বলেন, এত সাহস কীভাবে হয় যে তাঁর গায়ে হাত দিয়ে ডাকে।
এই প্লেনে চড়েই আবার খাওয়া-দাওয়া নিয়ে ক্রু মেম্বারদের ঝামেলায় ফেলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ প্রাক্তন বিশ্ব সুন্দরীর কথায়, সব খাবার দেখে-শুনে, এবং খাবারের ঘ্রাণ নিয়েই তিনি সিদ্ধান্ত নেন যে কী খাবেন আর কী খাবেন না।
নায়িকার এমন নখড়া শুনে শেষ পর্যন্ত ওই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ তাঁদের ভাঁড়ারে থাকা সব খাবারই পেশ করেন ঐশ্বরিয়ার সামনে। এরপর সব দেখে নিজের খাবার বেছে নেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.