জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

matchingজয়পুরহাটের পাঁচবিবির ভুতগাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। তারা ডাকাত বলে দাবি পুলিশের। এসময় পুলিশের দুই সদস্যসহ আরও এক ডাকাত আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডিবির কনস্টেবলরা হলেন- সেলিম হোসেন ও বজলুর রহমান।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে সিরট্রি-ভুতগাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হয়। দুই পুলিশ ও এক ডাকাত আহত হয়। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.