কমছে আন্তর্জাতিক কল

কমছে আন্তর্জাতিক কল।

দেশের বাইরে থেকে আসা এবং দেশ থেকে বিদেশ যাওয়া ভয়েস কলের পরিমাণ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিবেদন বলছে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং উভয় ধরনের ফোন কলের হার ২০ থেকে ২৫ শতাংশ হারে কমছে।সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের দক্ষতা আগের চেয়ে বেড়েছে। এ কারণে তারা বিদেশে যোগাযোগের ক্ষেত্রে খরুচে ভয়েস কলের ওপর নির্ভর না করে আগের চেয়ে অনেক বেশি স্মার্টফোন নির্ভর অ্যাপ ব্যবহার করছেন। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক কলে।সব মিলে ২০১৭-১৮ অর্থবছরে মোট আন্তর্জাতিক কল এসেছে এক হাজার ৯৯০ কোটি মিনিট। এর অর্থ গড়ে মাসে কল এসেছে দেড়শ কোটি মিনিটের মতো। অথচ ২০১৬-১৭ অর্থবছরে কল এসেছিল দুই হাজার ৫২৭ কোটি মিনিট। মাসে যা দুইশ কোটি মিনিটের একটু বেশি।একই ধারা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে কল যাওয়ার ক্ষেত্রেও। আগের অর্থবছরে যেখানে সব মিলে ২১৪ কোটি কল বিদেশ গেছে সেখানে ২০১৭-১৮ অর্থবছরে তা নেমে এসেছে ১৭৫ কোটি মিনিটে।ফলে মাসে প্রায় এক কোটি ৮০ লাখ মিনিটের কল এক ধাক্কায় নেমে গেছে এক কোটি ৪০ লাখ মিনিটে।শুধু এ দু’বছর নয়, টানা চার অর্থবছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ফ্রি অ্যাপের প্রভাবে বিদেশ থেকে আসা কল কমছে। একই কারণে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কলের সংখ্যাও কমছে।আগামী কয়েক বছরের মধ্যে এ সংশ্লিষ্ট ব্যবসা আরও সংকুচিত হয়ে পড়বে বলে ধারণা করছেন বিটিআরসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে এই খাত থেকে সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়বে।চার বছর আগেও ২০১৪-১৫ অর্থবছরে যেখানে এ খাত থেকে বছরে সরকারের কোষাগারে দুই হাজার কোটি টাকা জমা পড়তো, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে তা নেমে এসেছে নয়শ কোটি ৩৫ লাখ টাকায়।বিটিআরসি এর মধ্যে আবার পাঁচটি স্থানীয়ে কোম্পানিকে অ্যাপভিত্তিক সেবা আনার অনুমোদন দিয়েছে। ফলে সামনের দিনে বিদেশি কলের পাশাপাশি স্থানীয় কলের পরিমাণও আগের চেয়ে কমবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.