শপথ নিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড গড়ার পর চমক লাগানো মন্ত্রিসভার বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ আরো প্রতিমন্ত্রীরা শপথ নিলেন। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।
সোমবার বিকেল ৩টা ৫২ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নিলেন চতুর্থবারের মতো। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয়বারের মতো সরকার গঠিত হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের নেতৃত্বে।
উল্লেখ্য, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসন থেকে মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তিনি ৩ লাখ ৮ হাজার ৭ শত ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মাহবুব আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ড. আহমদ আবদুল কাদের পেয়েছিলেন ৪৬ হাজার ১শত ৮৩ ভোট।