মুন্সীগঞ্জে রাস্তার পাশে স্কুলশিক্ষকের লাশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার রাস্তার পাশ থেকে ইসরাফিল হক (৩১) নামে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে হাতিমার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অজ্ঞাত লাশ উদ্ধার করে। সোমবার সকালে লাশের পরিচয় নিশ্চিত করেন টঙ্গীবাড়ী উপজেলা বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন।

মৃত ইসরাফিল ওই বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিজবুর রহমানের ছেলে ইসরাফিল গত ২০১৪ সাল থেকে বিদ্যালয়টিতে শিক্ষকতা করতেন। র্দীঘদিন ধরে তিনি সদর উপজেলার জিহসতলা এলাকায় ভাড়া বাসায় থেকে শিক্ষকতা করে আসছিলেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রাতে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সুখবাসপুর থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হয়েছি। মাথায় গুরুতর আঘাত দেখে প্রাথমিকভাবে ধারণা করছি হত্যাকাণ্ডের পর লাশ ওই স্থানে ফেলে রাখে হত্যাকারীরা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.