ক্যান্সারে আক্রান্ত রাকেশ রোশন

ক্যান্সারে আক্রান্ত রাকেশ রোশন।

বলিউডপাড়ায় একের পর এক ক্যান্সারের ছোবল সেলিব্রেটিদের জীবনে। এবার ক্যান্সারে আক্রান্ত হওয়া খবর পাওয়া গেছে বলিউডের জনপ্রিয় পরিচালক রাকেশ রোশনের।

এ পরিচালক গলার ক্যান্সারে আক্রান্ত। আর এমন খবর জানিয়েছেন তার ছেলে হৃত্বিক রোশন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে ছবি শেয়ার করে সেখানে তার অসুস্থতার কথা জানান হৃত্বিক।

হৃত্বিক জানান, তার বাবা রাকেশ রোশন ক্যান্সারের প্রথম স্টেজে রয়েছেন। গত দুই সপ্তাহ আগে তার ক্যান্সার ধরা পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু করা হয়েছে।

তিনি বলেন, তার বাবা যথেষ্ট শক্ত মনের মানুষ। তাই মনে জোর রেখে রাকেশ রোশন শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।

এর আগে সোনালি বেন্দ্রে ও ইরফান খান ক্যান্সারে আক্রান্ত হন। ইরফান খানের চিকিৎসা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.