‘রক অন’ দিয়ে অভিষেক হওয়া প্রাচী দেশাই বেশ কিছুদিন ধরেই একটু আড়ালে চলে গিয়েছিলেন। তবে আবারও পুরোদমে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী প্রাচী দেশাই।
‘রক অন’ সিনেমার সিক্যুয়েলেও ফারহান আখতারের বিপরীতে প্রাচী অভিনয় করতে চলেছেন। এর আগে ‘রক অন’ সিনেমাতেও প্রাচী এবং ফারহান স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
‘রক অন টু’ ছাড়াও প্রাচী মোহাম্মদ আজহারউদ্দীনের বায়োপিকে তার প্রথম স্ত্রী নওরীনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই সিনেমায় ইমরান হাশমি অভিনয় করবেন আজহারউদ্দীনের চরিত্রে। আর তাই এই দু’জনের জুটি দর্শক আবারও উপভোগ করতে চলেছেন এ কথা নিঃসন্দেহেই বলা যায়।