ভারতসহ ৯টি দেশে ফ্রি ফেসবুক চালু

downloadঅনলাইন কনটেন্ট ও অ্যাপলিকেশন ডেভলপারদের জন্য ওপেন প্ল্যাটফর্ম, ইন্টারনেট ডট অর্গ সার্ভিস চালু করল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। ফেসবুক ভারত সহ ৯টি দেশে এই সার্ভিস চালু করেছে।

মোবাইল ফোনে বেসিক ইন্টারনেট সার্ভিসগুলির বিনা মূল্যে যোগান দেয় ইন্টারনেট ডট অর্গ অ্যাপলিকেশন। এর সাহায্যে ফেসবুক ও  তার মেসেজিং সার্ভিসের সুবিধাও বিনা খরচেই পাওয়া যায়। আর এই ইন্টারনেট ডট অর্গ সোমবার থেকেই খুলে গেল সবার জন্য। তবে অনলাইন কনটেন্ট ও অ্যাপলিকেশন ডেভলপারদের বেসিক কিছু শর্ত মানতে হবে।

পৃথিবীতে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা অনুযায়ী ভারত এখন তিন নম্বরে। এই মুহূর্তে নেট নিউট্রালিটি ও ইন্টারনেটের ফ্রি অ্যাকসেসের দাবিতে উত্তাল ভারত। যুক্তি পাল্টা যুক্তির বিতর্কের মাঝে ফেসবুক এই পদক্ষেপ নিল। ‘ভারতে নেট নিউট্রালিটি সম্পর্কিত বিতর্কের কথা আমরা জানি। বিষয়টি ট্র্যাক করছি।’ জানিয়েছেন ইন্টারনেট ডট অর্গ-এর প্রডাক্ট ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েল।

ফেসবুকের দাবি, এর ফলে স্বল্প আয় ও গ্রামাঞ্চলের মানুষরা সহজেই বহির্বিশ্বের ইন্টারনেটের বাজারের সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.