আসামকে রেখেই স্থলসীমান্ত চুক্তি বিল অনুমোদন

Land-billকলকাতা প্রতিনিধি : আসামকে রেখেই ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত বিলে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মঙ্গলবার মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। আগেই বিলটিতে সমর্থন জানিয়েছিল পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

মন্ত্রিসভার এ অনুমোদনের পর জাতীয় সংসদের চলতি অধিবেশনেই ১১৯তম সংবিধান সংশোধনী বিলটি উত্থাপন করা হবে।

জানা গেছে, কংগ্রেসের দাবি মেনে নিয়ে এই বিলে আসামকেও যুক্ত করা হয়েছে। বিজেপি সরকার আসামকে বাদ দিয়ে এই বিল আনার পরিকল্পনা করার পর থেকেই এর বিরোধিতা করে আসছে কংগ্রেস।

২০১৩ সালের রাজ্যসভায় সংশোধনী বিলটি উত্থাপন করা হয়েছিল। এরপরই বিলটি পাঠিয়ে দেওয়া হয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে। ২০১৪ সালের শেষে সেই কমিটির সর্বসম্মত প্রতিবেদন রাজ্যসভা ও লোকসভায় পেশ করা হয়। জাতীয় স্বার্থের কথা বিবেচনায় অবিলম্বে বিলটি সংসদে পাশ হওয়া জরুরি বলে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল।

১৯৭৪ সালের ১৬ মে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমানা বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী সময়ে ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক প্রোটোকলে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ভারতে বাংলাদেশী ছিটমহল রয়েছে ৫১টি। এর মোট এলাকা প্রায় ৭ হাজার ১১০ একর। অন্যদিকে বাংলাদেশের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। এ জমির পরিমাণ প্রায় ১৭ হাজার ১৬০ একর।

ছিটমহল হস্তান্তর করা হলে ভারত পাবে ৭ হাজার একর ভূমি। অপরদিকে ভূমি দিতে হবে প্রায় ১০ হাজার একর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.