যুক্তরাষ্ট্র ভ্রমণ : জাল কাগজপত্র ও দালাল থেকে সাবধান

usaযুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের অনেকেই ভিসা পাওয়ার জন্য দালাল ও জাল কাগজপত্রের আশ্রয় নিয়ে থাকেন। যা অপরাধ ও গ্রেফতারের আওতায় পড়ে। এ জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সংক্রান্ত বিষয়ে দালাল ও জাল কাগজপত্রের আশ্রয় নেওয়া বেআইনি ও অপরাধ। যে সব আবেদনকারী ভিসা পাওয়া সংত্রান্ত বিষয়ে জাল কাগজপত্র ব্যবহার করে এবং দালালদের আশ্রয় নিয়ে থাকে তাদের গ্রেফতার করা হয়ে থাকে। ভিসা সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে http://www.ustraveldocs.com/bd এ ওয়েবসাইটে, বাংলা ও ইংরেজিতে।

যুক্তরাষ্ট্র দূতাবাস মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বার্তায় আরও জানায়, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ভিসা প্রক্রিয়ার সত্যতা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে। ভিসা জালিয়াতি সংক্রান্ত যে কোনো অভিযোগ যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস লক্ষ্য করেছে যে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য জাল কাগজপত্রের ব্যবহার অত্যধিক বেড়েছে। এ আশঙ্কাজনক প্রবণতা মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। যাতে কাগজ জালিয়াতি করা দালালদের পাশাপাশি যে সব আবেদনকারী ভিসা সাক্ষাৎকারে এ সব কাগজপত্র ব্যবহার করে তাদেরও গ্রেফতার করতে পারে।’

‘কনস্যুলার কর্মকর্তাদের জালিয়াতি চিহ্নিত করতে পারার দক্ষতার কারণে এবং যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে এ ব্যাপারে সহযোগিতা আরও দৃঢ় হওয়ায় কাগজপত্র জালিয়াতির জন্য গ্রেফতারের হার বাড়ছে। ভিসা সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি, মিথ্যা তথ্যের দলিলপত্র রাখা এবং নকল কাগজপত্র তৈরি, বিতরণ ও ব্যবহার চক্রান্তের সঙ্গে জড়িত থাকা এ সব কিছুই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য। ভিসা আবেদনকারীরা যখন এ সবের মধ্যে একটি অপরাধও করে থাকে যুক্তরাষ্ট্র দূতাবাস স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে ডাকতে একটুও দ্বিধাবোধ করে না’ বলে বার্তায় উল্লেখ করা হয়।

‘একজন ভিসা আবেদনকারী যখন দালালের সাহায্য নেয় তখন সাক্ষাৎকারের সময় দেখান কাগজপত্রের তথ্যাদি, সেগুলোর বৈধতার জন্য এবং আবেদনপত্রের জন্য আবেদনকারী ও দালাল দু’জনই দায়ী থাকবে। জাল কাগজপত্রসহ ধরা পড়া কোনো ভিসা আবেদনকারী অজ্ঞতার কারণে এ কাজ করেছে বলে আইনি প্রক্রিয়া থেকে ছাড় পাওয়ার আশা করতে পারে না। যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তারা অনেক সময়ই বৈধ ভ্রমণকারীদের সাক্ষাৎকার নিয়ে থাকেন যারা এ সব বিবেকহীন দালালদের বিশ্বাস করে সাহায্য নেয়। ফলশ্রুতিতে তাদের ভিসাই যে কেবল প্রত্যাখ্যান হয় তা নয়, পরবর্তী সময়ে বাংলাদেশের আইন ভাঙার জন্যও তাদের গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা আবেদনকারীদের মনে করিয়ে দিতে চায়, কোনো দালালের সাহায্য নিলেই তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না। ভিসা প্রক্রিয়ায় দালালদের কোনো ধরনের প্রভাব নেই’ প্রেরিত বার্তায় উল্লেখ করা হয়।
– See more at: http://www.thereport24.com/article/103499/index.html#sthash.DdRkewRW.dpuf

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.