পায়রা বন্দরে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য

paira-portবাংলাদেশের পায়রা বন্দরে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য। সচিবালয়ে নৌ পরিবহনমন্ত্রী মো. শাজাহান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন মঙ্গলবার সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তিনি পটুয়াখালীর পায়রা বন্দরে বিনিযোগে যুক্তরাজ্য সরকারের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎ শেষে নৌ পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তাদের এই আগ্রহ আমরা ইতিবাচকভাবে নিয়েছি। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক আরও বাড়াতে চায় দেশটি।’

নৌমন্ত্রী জানান, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব শফিক আলম মেহেদী ও পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.