নেইমার ফিরলে কুতিনহোকে ছেড়ে দেবে বার্সেলোনা!

নেইমার ফিরলে কুতিনহোকে ছেড়ে দেবে বার্সেলোনা!

বৃহস্পতিবার লেভান্তের বিপক্ষে কোপ দেল রে’র ম্যাচের আগে বার্সেলোনার জার্সিতে সর্বশেষ ফিলেপ্পে কুতিনহোকে মূল একাদশে দেখা গিয়েছিল গত ২ ডিসেম্বর। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন ব্রাজিল তারকা। এরপর কেটে যায় একটি মাস।

লা লিগা ও কোপা দেল রে মিলে ঘরোয়া ফুটবলের পাঁচটি ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পাননি ব্রাজিলের মিডফিল্ডার। কারণ হিসেবে বলা হচ্ছে উসমান ডেম্বেলে। ফ্রান্সের এই ফরোয়ার্ডের জন্যই বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না কুতিনহো।
এরই মধ্যে আবার খবর বের হয়, ১৬০ মিলিয়ন ইউরোতে কেনা কুতিনহো বার্সায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তাই বার্সা ছাড়তে পারেন তিনি। যে লিভারপুল থেকে ন্যুক্যাম্পে এসেছিলেন, সেই লিভারপুলের নামই শোনা যাচ্ছিল তার পরবর্তী গন্তব্য হিসেবে।
কিন্তু এখন শোন যাচ্ছে ভিন্ন কথা। এখন বার্সা ছাড়লে কুতিনহোর ঠিকানা হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইএসপিএন ফুটবল অন্তত এমনটাই জানাচ্ছে। তাদের দাবি, বার্সার চাওয়া মতোই দাম দিতে রাজি ম্যানইউ এবং সেটা লিভারপুল থেকে কেনা দামই।

ইএসপিএন বলছে, এতে দু’পক্ষেরই মুখ রক্ষা হবে। রেডডেভিলরা যেমন পছন্দ মতো দারুণ একজন খেলোয়াড়কে পাবে, আবার বার্সাও ক্ষতিগ্রস্ত হবে না। তবে কুতিনহোর ম্যানইউতে যাওয়া একটা বিষয়ের ওপর নির্ভর করবে। সেটা নেইমার আবার বার্সেলোনায় ফিরবেন কি না। পিএসজি ছেড়ে নেইমার ন্যুক্যাম্পে ফিরলেই কুতিনহোকে ছেড়ে দেবে বার্সা।
কুতিনহোর জাতীয় দলের সতীর্থকে নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন খবর আছে। স্প্যানিশ মিডিয়ার দাবি, প্যারিসে অসুখী নেইমার বার্সেলোনায় ফিরতে চান। আবার অনেকে দাবি করেছেন, তিনি কোথাও যাচ্ছেন না। এই কারণে ম্যানইউও দোটায় রয়েছে।
বার্সার দলবদল নিয়ে আরও অনেক খবর আছে। ইভিনিং স্টান্ডার্ড জানাচ্ছে, চেলসির ব্রাজিলীয় উইঙ্গার উইলিয়ানের জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে বার্সা। সেটা ৭০ মিলিয়ন ইউরো হতে পারে। সেই সঙ্গে ব্রাজিলের ২১ বছরের তরুণ উইঙ্গার ম্যালকম, যিনি এ মৌসুমে বার্সায় এসেছেন তাকে দিতে পারে। কিন্তু চেলসি এখন পর্যন্ত তাতে রাজি নয়।
অন্যদিকে স্প্যানিশ দৈনিক স্পোর্টের ভাষ্য, চেলসিতে চরম অসুখী আলভারো মোরাতা। আর এ সুযোগ নিতে স্প্যানিশ স্ট্রাইকারের দিকে নজর রাখছে বার্সা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.