৭ হাজার হজযাত্রীর কোটা পুনর্বণ্টন : নতুন নিবন্ধন শুরু

imageshajসরকারি অতিরিক্ত ৭ হাজার হজযাত্রী কোটা পুনঃবণ্টন সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়। ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন বাংলাদেশী হজযাত্রীর চূড়ান্ত তালিকা গত সোমবার সউদী আরবে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রস্তাবিত ২৫ হাজার হজযাত্রীর অতিরিক্ত কোটা সউদী সরকার অনুমোদন দেয়নি। ফলে চলতি বছর প্রায় ২০ হাজার হজযাত্রী হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিসমূহ সমতার ভিত্তিতে হজযাত্রী কোটা পুনঃবণ্টন ও সউদী থেকে অতিরিক্ত কোটা বরাদ্দে উদ্যোগ নেয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখছে। আজ বুধবার সকালে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিসমূহ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং আগামী ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে এহেরামের কাপড় পরে পদযাত্রা শুরু করবে। সংগঠনের আহ্বায়ক মাওলানা ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতে হজযাত্রী পুনবণ্টন নীতিমালা অনুযায়ী আজ বুধবার আশকোণাস্থ হজ অফিসে বণ্টনকৃত হজযাত্রীদের নতুন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।
উল্লেখিত কমিটি’র আরো দু’সদস্য হাবের সভাপতি মো. ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আব্দুল্লাহ ৭ হাজার কোটা বণ্টন তাদের মন মতো না হওয়ায় বণ্টনের চূড়ান্ত তালিকায় স্বাক্ষর দেননি। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হাবের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। হজযাত্রী কোটা বণ্টনের গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিএইচ হারুন এমপি, ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম, উপ-সচিব (হজ) ফয়জুর রহমান ফারুকী ও পরিচালক হজ (হজ অফিস)। হজযাত্রী কোটা পুনবণ্টনে বেশ কিছু মন্ত্রী-এমপির সুপারিশকে বিবেচনায় নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন হজ এজেন্সির মালিক এ অভিমত ব্যক্ত করেছেন। বণ্টনকৃত হজযাত্রীদের পাসপোর্টসহ যাবতীয় তথ্যাদি হজ অফিসের আইটি বিভাগে জমা দেবে হজ এজেন্সিগুলো। পরে আইটি বিভাগ মুয়াল্লেম ফি জমা দেয়া এসব হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু করবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
হাব সভাপতি ইব্রাহিম বাহার গত রাতে ইনকিলাবকে জানান, ধর্ম মন্ত্রণালয় কোন নীতিমালার ভিত্তিতে ৭ হাজার হজযাত্রী কোটা পুনবণ্টন করেছে তা’ এখনো আমাদের অবহিত করেনি। হাব সভাপতি বলেন, হজযাত্রী কোটা পুনবণ্টনের বিষয়টি আমাদের মন মতো না হওয়ায় আমরা হজযাত্রীর চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করিনি। এক প্রশ্নের জবাবে হাব সভাপতি বলেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিএইচ হারুন এমপি ধর্মমন্ত্রীর প্রস্তাবিত অতিরিক্ত ২৫ হাজার কোটা বরাদ্দের জন্য সউদী মজলিসে শূরাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। প্রয়োজনে ধর্ম সচিব, সংসদীয় কমিটির চেয়ারম্যান ও হাব নেতৃদ্বয়কে কোটা বরাদ্দের জন্য সউদী আরবে যেতে হতে পারে। সউদী বাদশাহর মহানুভুবতায় বঞ্চিত সকল হজযাত্রী হজে যেতে পারবেন বলেও হাব সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিসমূহের আহ্বায়ক মাওলানা ফজলুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মদ যাকারিয়া বলেন, বঞ্চিত সমস্ত হজযাত্রীদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। নেতৃদ্বয় বলেন, ধর্ম মন্ত্রণালয় কোন নীতিমালায় হজযাত্রী কোটা পুনবণ্টন করছে তা’ আমরা অবহিত নই। হজযাত্রী কোটা পুনঃবণ্টনে হজ এজেন্সিগুলোর সাথে বিমাতাসূলভ আচরণ করা হলে তা’ মেনে নেয়া হবে না। তারা আজকের অবস্থান কর্মসূচি ও ১১ এপ্রিল প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.