ওজন বাড়া মানেই তো অন্তঃসত্ত্বা হওয়া নয়: নার্গিস ফাখরি।
এক খবরের রেশ ধরে ক্ষেপেছেন বলিউড তারকা নার্গিস ফাখরি। ওজন বাড়ায় ঢিলেঢালা পোশাক পরছেন তিনি। আর এতেই যত সমস্যার উত্পত্তি। ভারতের দুটি গণমাধ্যমে নার্গিস ফাখরির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়। আর এই খবরে ক্ষেপেছেন তিনি।
এ প্রসঙ্গে নার্গিস টুইটারে লেখেন, ‘এই ধরনের ভূয়া খবর প্রকাশ করা বন্ধ করুন। কারো ওজন বাড়া মানেই তো অন্তঃসত্ত্বা হওয়া নয়। ওজন বেড়েছে বলে এ ধরনের খবর প্রকাশ করতে পারেন না। আগে সত্যিটা জানুন। আর যখন কোনো মানুষের অসুস্থতার জন্য ওজন বাড়ে তখন কেউ এ ধরনের খবর প্রকাশ করতে পারে?’
পাশাপাশি ওই ব্যক্তি যেন এ ধরনের খবর প্রকাশের জন্য ক্ষমা চান সেই বিষয়টিও স্পষ্ট করেন অভিনেত্রী। অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ করার পরই ওই দুই অনলাইন সংবাদ সংস্থার তরফে নার্গিস ফাখরি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সংক্রান্ত বেশকিছু প্রতিবেদন তুলে নেওয়া হয়।