নকলের গুঞ্জনে ‘অ্যাকশন জেসমিন’!

action jasmin-960একের পর এক ছবির বিরুদ্ধে অভিযোগ উঠছে নকলের। ব্যবসায়িকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে পুরো চলচ্চিত্র অঙ্গন। এরপরও চলছে নকলের মহোৎসব। আজ পাওয়া গেলো ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমসহ চলচ্চিত্র পাড়ায় ইফতেখার চৌধুরীর পরিচালনায় মুক্তি প্রতিক্ষিত ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে হিন্দি ছবি রাউডি রাঠোরের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

ছবিটির ট্রেইলার ইউটিউবে ছাড়ার পর থেকেই চারদিকে এই গুঞ্জন চাউর হয়ে ওঠে। রাউডি রাঠোরের ট্রেইলারের সঙ্গেও নাকি রয়েছে অ্যাকশন জেসমিনের ট্রেইলারের সাদৃশ্য। আর তাই অনেকে রসিকতা করে বলছেন অ্যাকশন জেসমিন হচ্ছে রাউডি রাঠোরের ফিমেল ভার্সন।

এ বিষয়ে জানতে ইফতেখার চৌধুরীকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকারি বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। আর সবাই তো এখন কপি করেই ছবি বানাচ্ছে। এটা কোনো বিষয় না।’
উল্লেখ্য প্রভু দেবা পরিচালিত হিন্দি ছবি রাউডি রাঠোরে অভিনয় করেন অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা। আর অ্যাকশন জেসমিন এ অভিনয় করেছেন ববি ও সাইমন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.