পড়শী’র নতুন দুই গান।
গানের শিল্পী গান দিয়ে বাজিমাত করবেন, এটাই স্বাভাবিক। আর তা যদি হয় বিশেষ কিছু, তবে তো কোনো কথাই নেই। কিন্তু বিষয়টি চমক হিসেবে রাখছেন কেন? এমন প্রশ্নের উত্তরে পড়শী বলেন, ‘গানগুলোর শিরোনাম এখন বলবো না। ভক্ত-শ্রোতাদের জন্য তা চমক হিসেবে রাখি। বিশেষ কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। আগামী মাসেই ভক্ত-শ্রোতারা সবকিছু জানবেন।’
ভালোবাসা দিবসকে সামনে রেখে পড়শী নতুন দুই গান প্রকাশ করতে যাচ্ছেন। এর মধ্যে একটি গানের সুর-সঙ্গীত করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। আর অন্য গানটি প্রসঙ্গে কিছুদিন পর জানাবেন তিনি।
নতুন খবরের তালিকায় আরও আছে, আগামী ১৯ জানুয়ারি পড়শী যাচ্ছেন কলকাতায়। সেখানে তিনি ৯০ দশকে প্রকাশিত বাংলা ছবির একটি জনপ্রিয় গান নতুন করে কণ্ঠ দেবেন। তবে এ বিষয়ে এখন মুখ খুলতে নারাজ পড়শী।
এই কণ্ঠশিল্পী বলেন, ‘একটি, দুটি নয়, সামনে বেশ কিছু নতুন গান প্রকাশ করব। এর মধ্যে হাবিব ভাইয়ের সুর-সঙ্গীতে একটি গান গাইলাম। গানটি দারুণ হয়েছে। এর মধ্য দিয়ে বহুদিন পর তার সুরে গাইলাম। এছাড়াও সামনে গানচিলের ব্যানারে একটি দ্বৈত গান আসবে। ৯০ দশকের জনপ্রিয় গানটি, নতুন করে গাওয়ার কথাও চূড়ান্ত। এটি রেকর্ড হবে কলকাতায়। সব মিলিয়ে বলা যায়, ফেব্রুয়ারিতে বেশ কিছু নতুন গানের ভিডিও প্রকাশ করা হবে।’
