ঘুষ, দুর্নীতি, দুর্ব্যবহার ও কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে ঢাকা কাস্টমস হাউজে ভাঙচুর করেছে সিএন্ডএফ এজেন্টস কর্মীরা।
সোমবার বিকাল চারটার দিকে তারা মিছিল নিয়ে এ হামলা চালায়।
পুলিশ জানিয়েছে-মূলত শুল্ক বাড়ানো-কমানোর বিতর্কে এ ঘটনার সূত্রপাত। খবর পেয়ে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- বিকালে হঠাৎ একদল সিএন্ডএফ এজেন্টস কর্মী সংঘবদ্ধ হয়ে ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মাহবুর রহমানের রুমের দিকে জড়ো হয়। মিছিলকারীরা তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ এনে স্লোগান দিতে থাকে। তারা শুল্ক আদায়ের অজুহাতে দুর্ব্যবহার ও হয়রানি বন্ধের দাবি জানায়।
এ সময় তারা সাংবাদিকদেরকে বলেন, কাষ্টমস অতিরিক্ত কমিশনার মাহবুব ও তাসনীমুর রহমান এখানে যোগ দেয়ার পর থেকেই বেড়ে গেছে ঘুষের রেট ও হয়রানি। তাদের দুর্ব্যবহারও অসহনীয়। এ কারণেই আমরা প্রতিবাদ করতে এখানে জড়ো হয়েছি।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে মুহূর্তেই ছুটে যায় বিমানবন্দর আর্মড পুলিশ। ঘটনাস্থল থেকে এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান সাংবাদিকদের বলেন- শুল্ক আদায়ে কাস্টমস আগের তুলনায় বেশ কঠোর হওয়ায় তারা ক্ষুব্ধ হয়।সিএন্ডএফ কর্মীরা কাগজে লিখে এক আইটেম- ইন্সপেকশনে দেখায় আরেক আইটেম- যাতে শুল্ক ফাঁকি দেয়া যায়। এটাই তাদের ক্ষুব্ধ হওয়ার মূল কারণ।
এ বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক মনির চৌধুরি বলেন, এ ঘটনা শুনেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।