জড়িতদের গ্রেফতার দাবিতে ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও

DU8_banglamews24_bg_481200932ঢাকা বিশ্ববিদ্যালয়: বর্ষবরণ উৎসবে টিএসসি এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য।

বুধবার (০৬ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তারা উপাচার্য কার্যালয় ঘেরাও করে রাখে।

এ সময় ব্যর্থতার দায়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদের পদত্যাগসহ ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

আন্দোলনরত ছাত্রসংগঠনের নেতারা দাবি করেন, ঘটনার এতদিন পার হয়ে গেলেও দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। কার্যকর কোন ব্যবস্থা নিতে ব্যর্থ ঢাবি প্রশাসন। এ সব ঘটনায় এটাই স্পষ্ট হয় যে অপরাধীদের বাঁচাতে চাইছে তারা।

এর আগে দুপুর বারোটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যর পাদদেশে মিলিত হয় দুই জোটের ১৩টি ছাত্র সংগঠন। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে বারোটায় উপাচার্য কার্যালয় ঘেরাও করে তারা।

এদিকে আগামী রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করা হবে বলে  জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দী।
তিনি বলেন, আগামী রোববার আমরা ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করবো। আগামী বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

আন্দোলনরত ১৩টি ছাত্র সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দুই অংশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দুই অংশ, পাহাড়ী ছাত্র পরিষদ।

উল্লেখ্য, পহেলা বৈশাখের উৎসব চলাকালীন গত ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও এর আশপাশের এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.