ফের বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সালমা।
ফের বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল মঙ্গলবার ছিল সালমার জন্মদিন। আর এদিনেই নতুন খবর দিলেন সাবেক ক্লোজআপ চ্যাম্পিয়ন হওয়া এই তারকা। জানালেন চলতি বছরেই আবারও বিয়ের পিঁড়িতে বসবেন এই শিল্পী। পারিবারিক কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা।
সালমা বলেন, পড়ালেখার জন্য দেশের বাইরে যাওয়ার আগেই বিয়ে করতে চাই। তবে বিদেশে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবেই বিয়ের ঘোষণা দেব। পারিবারিকভাবে পাত্র দেখা হচ্ছে আমার জন্য। আমি এমন পাত্র চাই যে আমার পেশাকে সম্মান করবে, আমার কাজে উৎসাহ দেবে। অনেক ভেবে-চিন্তেই এবার সিদ্ধান্ত নেবো।
তিনি বলেন, শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। বিচ্ছেদের কিছুদিন পর শিবলী সাদিক নতুন জীবন শুরু করেছেন। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব।
গত সোমবার মুহিনের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এটি ক্লোজআপ ওয়ানের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত মিক্সড অ্যালবামে থাকছে। এতে থাকছে ক্লোজআপ ওয়ানের সেরা দশজন শিল্পীর গান।