ফের রিমান্ডে মেয়র মান্নান

gajipur_meyor1গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে ফের এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে গাড়ি ভাঙচুর ও পোড়ানো মামলায় গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ওই আদালতের বিচারক বেগম রেহেনা আক্তার শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মেয়র মান্নানকে দু দফায় ৩ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ভোর রাতে কালিয়াকৈর উপজেলার বটতলা মহিষবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই বাসে হেলপার তোফাজ্জাল ঘুমিয়ে ছিল। আগুনে অগ্নিদগ্ধ হয়ে তোফাজ্জল ঘটনাস্থলেই মারা যায়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি হিসেবে তাকে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.