নওগাঁর ঘুকসী নদীতে কলেজশিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলার ঘুকসী নদী থেকে জামাল উদ্দিন (৪৭) নামে এক কলেজশিক্ষকের হাত ও পা বাঁধা অবস্থায় ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার উপজেলার বড় চকগোপাল খুকসী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল উদ্দিন জাহানপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। তিনি জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার বাংলার বিভাগের প্রভাষক ছিলেন।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট বাজারের পূর্ব পাশে ঘুকসী ব্রিজের পাশে বড় চকগোপাল মৌজার ঘুকসী নদীতে এক লাশ পানিতে ভাসতে থাকে। উপস্থিত জনতা লাশটি জামাল উদ্দিনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জামাল উদ্দিনের বড় ভাই আবদুল ওয়াদুদ বলেন, আমার ভাই গত শনিবার কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এ কয়দিন সে আর বাড়ি ফেরেনি।তিনি আরও বলেন, জামাল উদ্দিন ঋণগ্রস্ত ছিল। কিছু দিন আগে একটি চক্র তাকে অপহরণ করেছিল।

ধামইরহাট থানার ওসি মো.জাকিরুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত না করে বলা যাবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.