খুনিদের সাথে কখনো সংলাপ হবে না’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “সংলাপ যদি হয়, তাহলে সেটা জনগন ও নির্বাচন কমিশনের সাথে।”
বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরের পৌরসভা রোডে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, “খালেদা জিয়া অনুনয়-বিনয় করে জামিন নিয়ে শেখ হাসিনার অধীনে সিটি করপারেশনের নির্বাচনে এসে নীরব বিপ্লব ঘটানোর হুমকি দিলেন। সেই খালেদা জিয়াই আবার মাঠ থেকে পালিয়ে গিয়ে নিরব বিপ্লব থামিয়ে দিলেন। আবার নিজেই ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রহর গুনছেন।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামায়াতের ইসলামীর সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, “যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করার কারণেই বিএনপির অনেক নেতা খালেদা জিয়ার সঙ্গ ত্যাগ করছে। আগামীতে সারা দেশের মানুষ তাকে বর্জন করবে।”
এসময় দলের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ে যৌবন ছিল, ছিল মহিমান্বিত গৌরব। কিন্তু কিছু কিছু ঘটনা আমাদেরকে দারুনভাবে কস্ট দেয়। ছাত্রলীগ শেখ হাসিনাকে সব সময় সাহায্য করবে, বিব্রত করবে না।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংসদ আমজাদ হোসেন, হাবিবে মিল্লাত মুন্না, আবদুল মজিদ মণ্ডল, সেলিমা বেগম স্বপ্না ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।