আবুধাবী/মিলান: এক্সপো মিলানো ২০১৫-তে যৌথ প্যাভিলিয়নের উদ্বোধনকে আজ এক ফিতা কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করল আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ; এতে উপস্থিত ছিলেন আলইটালিয়া’র চিফ এক্সিকিউটিভ অফিসার সিলভানো কাসানো এবং ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং আলইটালিয়ার ভাইস প্রেসিডেন্ট জেমস হগান।
এয়ারলাইন দু’টি এবারের এক্সপো মিলানো ২০১৫ এর অফিশিয়াল ক্যারিয়ার, যেটি ‘ফিডিং দ্য প্ল্যানেট, এনার্জি ফর লাইফ’ শিরোনামে আজ থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ৬ মাসব্যাপী এ মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০ মিলিয়ন দর্শনার্থী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে, আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ প্যাভিলিয়নে মেলার আকর্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হবে।
আলইটালিয়া’র চিফ এক্সিকিউটিভ অফিসার সিলভানো কাসানো বলেন, “এক্সপো মিলানো ২০১৫ এর অফিশিয়াল ক্যারিয়ার হিসেবে আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ সবসময়ই এ আয়োজনটি সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ বাড়ানোর ওপর কাজ করে আসছে। এ আয়োজনটি সম্পর্কে মানুষের আগ্রহ ক্রমে বেড়েই চলেছে, যার ফলাফলস্বরূপ ইতালির আভ্যন্তরীণ ফ্লাইটে আমাদের চাহিদা বেড়েছে, পাশাপাশি উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ায়ও চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমাদের প্যাভিলিয়নের উদ্বোধন এক্সপো মিলানো ২০১৫ প্রতি আমাদের সহযোগিতার আরো এক নিদর্শন এবং এতে অংশগ্রহণকারীদের জন্য আমাদের আকর্ষণীয় সুবিধাগুলো তুলে ধরতে পেরেও আমরা আনন্দিত।”
ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং আলইটালিয়া’র ভাইস চেয়ারম্যান জেমস হগান বলেন, “ইতিহাদ এয়ারওয়েজ ও আলইটালিয়ার যৌথ নেটওয়ার্ক ইতালিতে ভ্রমণ সংযোগের ক্ষেত্রে তুলনাহীন, যা এক্সপো মিলানো ২০১৫-তে আসার সবচেয়ে সেরা উপায় হিসেবে স্বীকৃত, আর এর ফলে এ গুরুত্বপূর্ণ আয়োজনও সফল হয়ে উঠবে। উপরন্তু, অফিশিয়াল গ্লোবাল ক্যারিয়ার হিসেবে এ আয়োজনকে সার্থক করে তুলতে আমরা সক্ষম এবং আমরা আয়োজনের মূল বিষয়বস্তুর অনুসরণে দর্শনার্থীদেরকে প্যাভিলিয়নে স্মরণীয়, বিনোদনময় ও শিক্ষামূলক অভিজ্ঞতাও সরবরাহ করছি।”
আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ’র দ্বিতল বিশিষ্ট প্যাভিলিয়নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পারাজ্জো ইটালিয়ার পরেই অবস্থিত এবং এর আয়তন ১,১৫০ বর্গমিটার। নিচের তলাটি সবার জন্য উন্মুক্ত, যেখানে দর্শনার্থীরা ‘কানেক্টিং দ্য ওয়ার্ল্ড জার্নি’ বিষয়বস্তু এর আওতায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ও ইন্টারএ্যাক্টিভ স্ক্রিনে মাল্টিমিডিয়া প্রদর্শনী উপভোগ করতে পারবে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় আরো নানা আয়োজন।
ওপরের তলায় থাকছে একটি বিশেষ লাউঞ্জ, যেখানে আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ’র শীর্ষ ক্লায়েন্ট ও নির্বাচিত অতিথিগণ আরামদায়ক ও অভিজাত পরিবেশে বিশ্রাম নিতে পারবেন, এয়ারলাইন দু’টির বিশ্বমানের পণ্যগুলো উপভোগ করতে পারবেন। পেশাদার শেফদের তৈরি করা নাস্তা, দুপুর ও রাতের খাবার থাকবে ডাইনিং এরিয়ায়, এবং ব্যক্তিগত ব্যবসায়িক মিটিংয়ের জন্য রয়েছে একটি সভাকক্ষ।
এক্সপো মিলানো ২০১৫ এর অফিশিয়াল গ্লোবাল ক্যারিয়ার হিসেবে আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ এই আয়োজনে দর্শনার্থীদের বহন করে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আকাশ পথে প্রায় ৮ মিলিয়ন দর্শনার্থী এ আয়োজনে অংশগ্রহণ করতে আসবে। আর এদের নিয়ে আসার ক্ষেত্রে এ এয়ারলাইন দু’টির রয়েছে সেরা নেটওয়ার্ক।
অক্টোবর ২০১৪ থেকে আলইটালিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ এক্সপো মিলানো ২০১৫ এর বিশেষ অলংকরণে সজ্জিত একটি এয়ারবাস এ৩৩০-২০০ এয়ারক্রাফট পরিচালনা করে আসছে, যেটি এ আয়োজনের ‘ফিডিং দ্য প্ল্যানেট, এনার্জি ফর লাইফ’ মূলবার্তাটিকে বিশ্বজুড়ে ব্যবসায় ও অবকাশ যাপনের বাজারে ছড়িয়ে দিচ্ছে।
এক্সপো মিলানো ২০১৫ এর ফ্লাইট ও প্যাকেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন alitalia.com, বা etihad.com এয়ারলাইন দু’টির কল সেন্টারে যোগাযোগ করুন, অথবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমেও বুকিং দিতে পারেন।