ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ রুটে আকর্ষণীয় মূল্য হ্রাস

unitedইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড বাংলাদেশে বেসরকারী বিমান পরিবহন খাতে সর্ববৃহৎ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সফলভাবে ৫৫ হাজার ফ্লাইট পরিচালনা করার ফলে ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে আকর্ষণীয় মূল্য ছাড় ঘোষণা করেছে।
সম্মানিত যাত্রী সাধারনকে আকৃষ্ট করার জন্য ইউনাইটেড এয়ারওয়েজ ইতিমধ্যে অভ্যন্তরীন সকল রুটে আকর্ষনীয় মূল্য ছাড় প্রদান করেছে।

ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম ৩৮০০টাকা, কক্সবাজার ৪৫০০টাকা, সিলেট ৩০০০টাকা, যশোর ৩০০০টাকা, সৈয়দপুর ৩০০০টাকা নির্ধারন করা হয়েছে। আবার ঢাকা থেকে রিটার্ন ভাড়া চট্টগ্রাম ৭০০০টাকা, কক্সবাজার ৯০০০টাকা, সিলেট ৬০০০টাকা, যশোর ৬০০০টাকা, সৈয়দপুর ৬০০০টাকা নির্ধারন করা হয়েছে। উল্লেখিত ভাড়ায় সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। হ্রাসকৃত ভাড়ায় ১০ মে ২০১৫ পর্যন্ত ভ্রমণ করা যাবে।

১০ জুলাই ২০০৭ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেট উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, মাস্কাট, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইতিমধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রায় ২৪ লক্ষ যাত্রী এবং ৬০০০ টনের অধিক কার্গো পরিবহন করেছে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ এর বিমান বহরে দুটি ২৫০ সিটের এয়ারবাস-৩১০, পাঁচটি ১৭০ সিটের এমডি-৮৩, তিনটি ৬৪ সিটের এটিআর-৭২ এবং একটি ৩৭ সিটের ড্যাশ-৮-১০০ সহ মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ইউনাইটেড এয়ারওয়েজের যে কোনো সেলস্ অফিসে অথবা আপনার নিকটস্থ যে কোনো ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ২৪ ঘন্টার যোগাযোগ: ০৯৬০৬৪৪৫৫৬৬, ০১৭১৩৪৮৬৬৫১, ০১৭৩০৩১৫৭৯১-৩।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.