৫১ বছরে অন্তঃসত্ত্বা নিকোল কিডম্যান?

৫১ বছরে অন্তঃসত্ত্বা নিকোল কিডম্যান?

হলিউড তারকা নিকোল কিডম্যান অন্তঃসত্ত্বা! ৫১ বছর বয়সে গর্ভধারণের এই ঘটনা বিস্ময়কর, তবে অসম্ভব নয়। চলতি মাসের ৭ তারিখ গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজনে কিডম্যানকে দেখে সে রকমই মনে হয়েছে বলে জানিয়েছেন এক নারী সাংবাদিক। তবে আনুষ্ঠানিকভাবে এ তারকার কাছ থেকে কিছু জানা যায়নি।

ফায়ি জেমস নামের অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিক জানান, নিকোল কিডম্যানকে দেখে মনে হয়েছে তিনি অন্তঃসত্ত্বা। কেননা তিনি ওই সন্ধ্যার অনুষ্ঠানে তেমন কিছু খাননি। এমনকি অ্যালকোহলও স্পর্শ করেননি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী গায়ক কিথ আরবান। স্ত্রীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেননি তিনি। সূত্র জানিয়েছে, কিথ আরবান বারবার কিডম্যানের কাছে জানতে চান, তাঁর কিছু প্রয়োজন আছে কি না। বেশ কয়েকবার তাকে বলতে শোনা গেছে, ‘কিছু খাবে? পানীয় নাও একটু?’ যদিও সেই আহ্বানে তেমন জোর ছিল না। ধারণা করা হচ্ছে, অন্তঃসত্ত্বাদের অ্যালকোহল পানে বাধ্যবাধকতা আছে বলেই ওই অনুষ্ঠানে কোনো অ্যালকোহল গ্রহণ করেননি কিডম্যান। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের ওই অনুষ্ঠানে খুব সামান্য খাবার পানি পান করেছেন নিকোল কিডম্যান।
নিকোল কিডম্যান অন্তঃসত্ত্বা হলে অবাক হওয়ার কিছু নেই। কেননা সন্তান তাঁর আগ্রহের বিষয়। আরও সন্তান নিতে তেমন আপত্তি নেই, এমনটা আগেই বলেছিলেন চার সন্তানের এই জননী। ‘পঞ্চম সন্তান নেবেন?’ ‘হু’ ম্যাগাজিনের এ প্রশ্নের জবাবে নিকোল কিডম্যান বলেছিলেন, ‘আমি তো আরও সন্তান নিতেই চাই।’ তিনি আরও বলেন, ‘সন্তানের সংখ্যা আসলে কোনো বিষয় নয়, আসল কথা আমরা তাঁদের যথাযথভাবে দেখভাল করতে পারছি কি না। কিন্তু পরিবার নিয়ে আমি ভালোই আছি।’

ইতিমধ্যে চার সন্তানের মা নিকোল কিডম্যান। সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে থাকাকালীন দত্তক নিয়েছিলেন ইসাবেলা আর কনরকে। দুজনের বয়স যথাক্রমে ২৫ ও ২৩ বছর। শিল্পী কিথ আরবানের সংসারে তাঁর সন্তান সানডে রোজের বয়স ১০ এবং ফেইথ মার্গারেটের ৭ বছর। নিউ আইডিয়া

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.