পর্যটকের পদচারণায় মুখরিত পর্যটননগরী রাঙ্গামাটি

পর্যটকের পদচারণায় মুখরিত পর্যটননগরী রাঙ্গামাটি।

পার্বত্য পর্যটননগরী রাঙ্গামাটি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠছে। শহরসহ আনাচে-কানাচে বিনোদন ও দর্শনীয় স্পটগুলোতে এখন পর্যটকদের সরব উপস্থিতি লক্ষণীয়। নির্বাচন চলাকালে কিছুটা ভাটা পড়লেও নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি পাড়ি দিচ্ছেন পর্যটকরা। নৈসর্গিক প্রকৃতির হাতছানিতে আগমন ঘটছে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের।

সরকারি পর্যটন বিভাগের রাঙ্গামাটি পর্যটন ও হলিডে কমপেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, নির্বাচনের কারণে চলতি মৌসুম শুরুর দিকে পর্যটন কমপেক্সে পর্যটকের আগমন তেমন একটা আশানুরুপ না হলেও নেতিবাচক প্রভার ফেলেনি। নির্বাচন সম্পন্ন পরপরই প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটছে রাঙ্গাামাটিতে। হোটেল পর্যটন কমপ্লেক্সে এখন বুকিং থাকছে শতভাগ। কমপ্লেক্সের বাইরেও জমছে পর্যটকদের কোলাহল। পর্যটন কমপ্লেক্সে রাজস্ব আয় এখন মোটামুটি ভাল।

স্থানীয় আবাসিক হোটেল ব্যবসায়ী ও ‘হোটেল প্রিন্স’এর মালিক নেছার আহমদ জানান, তার হোটেলে আগত পর্যটকদের টানা বুকিং চলছে। নির্বাচনের পরপরই প্রচুর বুকিং শুরু হয়েছে। আসছেন বিদেশি পর্যটকও। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপচেপড়া ভিড় থাকে। তা ছাড়া সদ্য নির্বাচনেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি রাঙ্গামাটির পর্যটন খাতে।

রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাকসুদ জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যটন ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবাই সুন্দরভাবে রাঙ্গামাটি শহর ঘুরছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.