এভিয়েশন নিউজ: জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলায়েন্স হংকং, দিল্লী এবং নতুন করে চালু হয়া ঢাকা-ইয়াংগুন ফ্লাইট বন্ধ করে দিচ্ছে যাচ্ছে বিমান। এছাড়া আরো কয়েকটি রুটেও ফ্লাইট সংখ্যা কমিয়ে আনতে যাচ্ছে অপারেটরটি।
মূলত লোকসানকে কারণ দেখিয়ে চারটি রুটে ফ্লাইট চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে।
সম্প্রতি এক বোর্ড মিটিংয়ে বিমান কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে লোকসানের তালিকায় এখন সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা-রোম-ফ্রাঙ্কফুট রুট।
এই রুটের একটি ট্রিপে বিমানের এক কোটি ১৫ লাখ টাকা লোকসান হচ্ছে বলে হিসেব করেছে অপারেটরটি। কিন্তু মাত্র এক মাস আগে চালু হওয়ায় এই রুটটি এখনই বন্ধ করা হচ্ছে না।
এদিকে আগামী আগস্ট মাসের শেষ দিকে হজ্জ্ব ফ্লাইট শুরু হবে। তবে ইতিমধ্যে ওই সব রুটে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে বিমান। বর্তমানে বিমানের ১৯টি গন্তব্যে ফ্লাইট রয়েছে। চারটি বন্ধ করা হলে তা ১৫টিতে নেমে আসবে। তবে চারটি রুট বন্ধ করা হলে পরে সেগুলো আবার চালু করা সম্ভব হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছেন কেউ কেউ।
জানা গেছে, দীর্ঘদিন নানা অফার দিয়েও সাড়া না ফেলতে পারা দিল্লী এবং হংকং রুটের দিকেই বিমান কর্তৃপক্ষের নজর ছিল। এই রুট দুটিতে প্রতিটি ফ্লাইটে ৩৪ লাখ টাকা করে লোকসান গুনছিল বিমান।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোসাদ্দেক আহমেদ আহমেদ অবশ্য এ বিষয়ে জানিয়েছেন, মূলত হজ্জ্ব ফ্লাইটের কারণে তাদেরকে অনেকগুলো রুট নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
তিনি বলেন, এবারই বিমান প্রথমবারের মতো নিজেদের ফ্লাইট দিয়ে হজ্জ্ব যাত্রীদের পরিবহন করতে চেয়েছে। সে কারণে কোনো উড়োজাহাজ ভাড়া করা হয়নি। আর এটি করতে গিয়ে অনেক ফ্লাইট বন্ধ করাসহ অনেক দেশে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনতে হচ্ছে।