যেকোনো সময় সারার সঙ্গে তার ডেট হতে পারে

সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান সম্প্রতি বেশ আলোচিত হচ্ছেন।সম্প্রতি বাবার সঙ্গে এক চ্যাট শোতে গিয়ে বলিউডের দুই অভিনেতাকে তার পছন্দের কথা জানান। এদের একজন রণবীর কাপুর। অন্যজন কার্তিক আরিয়ান।

ওই অনুষ্ঠানে কার্তিক আরিয়ানের সঙ্গে কফি ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সারা।এর জবাব দিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, যেকোনো সময় সারার সঙ্গে তার ডেট হতে পারে।

সম্প্রতি করন জোহরের টিভি শো ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বাবা সাইফ আলী খানের সঙ্গে উপস্থিত হন বলিউডে অভিষেক হওয়া সারা আলী খান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ের করার ইচ্ছা জানান। আর কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটে যাওয়ার আগ্রহ দেখান।

সম্প্রতি কার্তিককে সারার ওই প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হয়।উত্তরে কার্তিক বলেন ‘সারার সঙ্গে কফি ডেটে যাওয়ার জন্য আমি তৈরি আছি। এখন সারা আমাকে সময় আর জায়গা জানালেই সেটা সম্ভব হবে’।

এদিকে সারা-কার্তিকের রসায়ন নিয়ে বলিউডে অনেকেরই আগ্রহ দেখা গেছে। শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সারা এবং কার্তিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.