ইসরাইলি বর্বরতার বিরোদ্ধে রুখে দাঁড়াতে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সময় এসে গেছে বলে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে।
রোববার প্রকাশিত ‘টাইম টু ব্রেক দ্যা সাইলেন্স অন পেলেস্টাইন’ শীর্ষক ওই সম্পাদকীয়তে এ দাবি করেন লেখক মিশেল আলেকজান্ডার।
মানবাধীকার কর্মী, আনইজীবী ও কলেজ শিক্ষক এ লেখিকা ইসরাইলি বর্বরতা প্রসংগে বেশ সাহসীকতার সঙ্গে তার নিবন্ধে লিখেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নিরবতা ভেঙ্গে ইসরাইলি নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলা, যেমনিভাবে ভিয়েতনাম যুদ্ধে রুখে দাড়িয়েছিলেন মার্টন লুথার কিং জুনিয়র।
ইহুদিবাদী দেশটি আন্তর্জাতিক নিয়ম-কানুন ভেঙে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় যেভাবে নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করে বাড়িঘর ধুলায় মিশিয়ে দিয়ে তাদের জমি দখল করে চলছে, তাতে ফিলিস্তিনিদের অস্তিত্ব টিকে থাকবে কীনা এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।