কুরআন পোড়ানোর অভিযোগ তুলে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড

150427122240_farkhunda_640x360__nocredit_79594আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত।

কুরআন পোড়ানোর অভিযোগ তুলে ফারখুন্দা নামক ২৮ বছর বয়সী ওই নারীকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করে পড়ে আগুনে পুড়িয়ে দেয় একদল ব্যক্তি।

গত ১৯শে মার্চ এ ঘটনা ঘটে।

পরে প্রমাণিত হয় যে কুরআন পোড়ানোর অভিযোগটি সত্যি ছিলনা।

ঘটনার পর এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হতে থাকে।

এরপর ৪৯ জন ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হয় যার মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

ফারখুন্দা মূলত মাজারে তাবিজ জাতীয় জিনিস বিক্রি করছিলো।

এসময় একজন মোল্লার সাথে তার তর্ক হয়।

তর্কের একপর্যায়ে তার বিরুদ্ধে কুরআন পোড়ানোর অভিযোগ করা হলে ক্রুদ্ধ একদল জনতা তার উপর আক্রমন করে।

সরকারি তদন্ত কর্মকর্তারা বলছেন কুরআন পোড়ানোর কোন অভিযোগের প্রমাণ তারা পাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.