আগামী বছর থেকে হাতে লেখা পাসপোর্ট অচল

Digital-Passportএভিয়েশন নিউজ: আগামী বছরের ৩০ মার্চের পর হাতে লেখা পাসপোর্ট অকার্যকর হয়ে পড়বে বলে মন্তব্য করে দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মেশিনে রিডেবল পাসপোর্ট (এমআরপি) করার পরামর্শ দিয়েছেন নিউইয়র্কের নতুন কন্সাল জেনারেল শামীম আহসান।

এর আগের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম গত ২৩ মার্চ মরক্কোর নতুন কর্মস্থলের উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়েন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কন্স্যুলেট ভবনে নিউইয়র্কে কর্মরত গণমাধ্যম ও সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়কালে তিনি এই তাগিদ দেন। চলতি বছরের পহেলা এপ্রিল নিউইয়র্কে কন্সাল জেনারেল হিসেবে যোগ দেন এর আগে শামীম আহসান। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

মতবিনিময়কালে শামীম আহসান বলেন, “কন্স্যুলার সার্ভিস সর্বস্ব কন্সাল জেনারেল হতে চাই না। আমি এখানে এসেছি বাংলাদেশের সাফল্য গাঁথাকে আন্তর্জাতিক মহলের সামনে যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থেই যে উন্নয়নের মডেল তা সকলকে অবহিত করার জন্য।”

তিনি বলেন, “বাংলাদেশের কিছু ব্যর্থতা যে নেই, তা নয়। সকল দেশেরই ব্যর্থতা রয়েছে। তবে পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, নারী ক্ষমতায়ন, জীবন-মানের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।”

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, পর্যটন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সুবিধা বাড়াতে নিজের নানা পরিকল্পনার কথা জানান শামীম আহসান। এসময় তার সঙ্গে ছিলেন কন্স্যুলেটের দুই কর্মকর্তা শাহেদুল ইসলাম এবং সুলতানা পারভিন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.