ভারতে বুল রেসলিং (ষাঁড় দৌঁড়) উৎসবে অন্তত দুই দর্শক নিহত হয়েছেন। নিষ্ঠুর এ ঘটনার পর প্রাণিবিদরা এমন উৎসব বন্ধের দাবি জানিয়েছেন। রোববার তামিল নাড়ুতে এ ঘটনা ঘটে। খবর চ্যানেল এশিয়া।
স্থানীয় পুলিশ কর্মকর্তা পি. সঙ্গরাজ জানান, হাজার হাজার মানুষ জাল্লিকাট্টু ফেসটিভ্যাল দেখতে সমবেত হন। এসময় ষাঁড়েরা দর্শকদের বেড়িক্যাড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা দর্শকদের আঘাত করতে থাকেন। আহতদের মধ্যে এর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় অংশগ্রহণকারী ১২ জন আহত হয়েছেন। আয়োজক সংগঠন জানায়, উৎসবে ১৩০০ ষাঁড় আনা হয়েছিল।
প্রাণি অধিকার কর্মীরা এ ধরনের নিষ্ঠুর খেলার আয়োজন নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।