১০ মে ডিএমপি কার্যালয় ঘেরাও করবে ছাত্র ইউনিয়ন

index 25_79691পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে নারীর যৌন নিপীড়ন ঘটনার ২৪ দিন অতিবাহিত হলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় আগামী ১0 মে ডিএমপি কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিটন নন্দী বলেন, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীর বিরুদ্ধে নিপীড়নের ঘটনা অহরহই ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

তিনি বলেন, আমরা দৃষ্টান্ত চাই। এ ঘটনায় জড়িতদের এবং তাদের অবহেলাকরীদের শাস্তি চাই। সেই সাথে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা চাই। তিনি তাদের ৬ দফার পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

আন্দোলনের অংশ হিসেবে আগামী ১০ মে রোববার ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারন সম্পাদক লাকী আক্তার, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল ও ঢাবি শাখা সাধারন সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.