ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামের ওই কারখানাটিতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানার ১০০ মিটার দূরে ছিন্নভিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) ভারতী ঘোষ জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।
এ ঘটনার পর থেকেই কারখানাটির মালিক রঞ্জন মাইতি পলাতক রয়েছেন।
এলাকাবাসী অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বোমা তৈরি করছিল স্থানীয় তৃণমূল নেতা মাইতি।