চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক বিভাগের গোয়েন্দারা। উদ্ধারকৃত সিগারেটের বর্তমান বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে এমিরেট এয়ারলাইন্সের কার্গো থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার সেলিম রেজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এমিরেট এয়ারলাইন্সের কার্গো থেকে ৯০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে ইজিলাইট ব্র্যান্ডের ৮৫০ কার্টন ও থ্রিজিরোথ্রি ব্র্যান্ডের ৫০ কার্টন সিগারেটের রয়েছে।
উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য ৩৫ লাখ টাকা বলে জানান তিনি।