সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আবারও প্রবেশ করেছে শত শত মার্কিন সেনা। এ সময় তাদের সঙ্গে ছিল অস্ত্র ও রসদবোঝাই অন্তত ২৫০টি ট্রাক-লরি।
বৃহস্পতিবার ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে অস্ত্র ও নানা ধরনের রসদবোঝাই প্রায় ২৫০টি মার্কিন ট্রাক এবং শত শত মার্কিন সেনা প্রবেশের দৃশ্য দেখানো হয়েছে।
এসওএইচ আরের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনারা ইরাকের কুর্দিস্তান অঞ্চল হয়ে ফোরাত নদীর পূর্ব দিক থেকে এসব ট্রাকবোঝাই অস্ত্র নিয়ে প্রবেশ করেছে। পরে এসব অস্ত্র সিরিয়ার হাসাকা, রাক্কা ও আলেপ্পো শহরে মার্কিন ঘাঁটিগুলোতে বণ্টন করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে টুইটারে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে ট্রাম্প বলেন, আইএসআইএসের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তাদের আমরা পরাজিত করেছি। মারাত্মকভাবে পরাস্ত করেছি। কাজেই দেশটি থেকে আমাদের সরে আসতে হবে।
‘আমাদের সেনাদের দেশে ফেরার সময় হয়ে গেছে।’
বর্তমানে সিরিয়ায় দুই হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে। যাদের কাজ হচ্ছে-আইএসের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া।