মিথ্যাবাদী সুন্দরী আম্বার হার্ড

মিথ্যাবাদী সুন্দরী আম্বার হার্ড।

২০১৫ সালে বিয়ে করেন হলিউড তারকাজুটি জনি ডেপ ও আম্বার হার্ড। বিয়ের ঠিক পরের বছর শুরু হয় তাদের গৃহবিবাদ। নির্যাতনের মামলা ঠুকে ১৫ মাসের সংসারের ইতি টানতে চান আম্বার হার্ড। পরে ২০১৬ সালের মে মাস থেকে দু’জনের মধ্যে আইনি লড়াই শুরু হয়।

সেই সময় আম্বার হার্ড অভিযোগ করেছিলেন তার সাবেক স্বামী তার দিকে সেলফোন ছুড়ে মেরেছিলেন। এমনকি ২০১৬ সালের ২১ এপ্রিল জনি ডেপ একটি শ্যাম্পেনের বোতল দেয়ালে ছুড়ে মেরেছিলেন আর আম্বারের দিকে ছুড়ে দিয়েছিলেন ওয়াইনের গ্লাস।

তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জনি জানান আম্বার হার্ডকে একেবারেই শারীরিক নিগ্রহ করেননি। এদিকে ইতিমধ্যেই একটি ব্রিটিশ পাবলিকেশনের পক্ষ থেকে জনিকে বলা হয়, ‘স্ত্রী নিগ্রহকারী’ এবং এই সুবাদে তিনি মানহানির মামলা করেছেন ওই প্রকাশনা সংস্থার বিরুদ্ধে।

জনি ডেপের আইনজ্ঞ অ্যাডাম ওয়াইল্ডম্যান বলেছেন, ‘আমাদের হাতে এক ডজনেরও বেশি ভিডিও সিকিউরিটি টেপ রয়েছে, পাশাপাশি রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ান, যা দিয়ে প্রমাণ করা যাবে সব অভিযোগ মিথ্যা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.