অন্তর্বর্তীকালীন জামিনের পর দিন সালমান খানকে দেখতে গেলেন আমির খান। সাল্লু ভাই ও মিস্টার পারফেক্টশনিস্ট ‘আন্দাজ আপনা আপনা’ নামে একটি কাল্ট ক্লাসিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালে।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সকালে সালমানকে দেখতে গ্যালাক্সি এ্যাপার্টমেন্টের বাসায় যান আমির। এ সময় সালমান এ্যাপার্টমেন্টের বাইরে এসে আমিরকে জড়িয়ে ধরেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সালমানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান।
আদালতের রায়ের পর থেকে সালমানের বাসায় অনেক তারকা যান। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা, প্রীতি জিন্তা, রাণী মুখার্জী ও বিপাশা বসু। তাদের সবার সঙ্গে সালমান ব্যবসাসফল বেশকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ছিলেন সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানী। অভিনেতাদের মধ্যে ছিলেন সুনীল শেঠি, সনু সুদ, চাঙ্কি পান্ডেসহ অনেকে। সালমানের ভাই আরবাজ ও তার স্ত্রী মালাইকা অতিথিদের সঙ্গ দেন।
এ ছাড়া সালমানের প্রতি সহানুভূতি জানিয়ে টুইট করেছেন পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, রাভিনা টেন্ডন ও করণ জোহরসহ অনেকে।