বিল পাসের খবর জানিয়ে হাসিনাকে মোদীর ফোন

Modi-Hasinaবাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে লোকসভায় সীমান্ত বিল পাস হওয়ার খবর জানিয়ে শেখ হাসিনাকে টেলিফোন করেছেন নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনের খবর জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই মুহূর্তে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালাম।”

১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময়ে বাংলাদেশের দিক থেকে সব প্রক্রিয়া সারা হলেও তা আটকে ছিল ভারতের দিকে।

ভূমি ছাড়তে হলে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। কংগ্রেস সরকার প্রক্রিয়া শুরু করার পর নরেন্দ্র মোদীর বর্তমান সরকারের প্রচেষ্টায় সেই উদ্যোগ সফল হল।

ছিটমহল বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব বুধবার রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়। এর একদিনের মাথায় লোকসভায়ও তা পাস হল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.