উপহাসে উপকার ডেইজির

উপহাসে উপকার ডেইজির।

বলিউডের ছবি ‘রেস থ্রি’ নিয়ে অনেক ট্রল (অনলাইনে উপহাস করা) হয়েছে। সেসব হজম করে ফেলেছেন ছবির অন্যতম নায়িকা ডেইজি শাহ। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এই উপহাসে উপকৃত হয়েছেন তিনি। কিন্তু কীভাবে?

ডেইজি বলেন, ‘দুই ভাবে দেখতে পারেন বিষয়টি। ইতিবাচক বা নেতিবাচক। ট্রলকে আমি ইতিবাচকভাবে দেখছি। আমার সংলাপগুলো নিয়ে উপহাস করে আমাকে বরং আরও পরিচিতি তৈরির সুযোগ করে দিচ্ছে। বলা যায়, আমার বিজ্ঞাপন করছে। আমি কিন্তু এ নিয়ে খুশি।’

শিগগিরই ছবিটি দেখানো হবে ভারতের টেলিভিশন চ্যানেলে। ‘রেস থ্রি’–এর টিভি প্রদর্শনীতে এই ট্রলগুলো কাজে আসবে কি না, জানতে চাওয়া হয় ডেইজি শাহর কাছে। তিনি বলেন, ‘যখন “জয় হো” মুক্তি পেল, মানুষ কিন্তু হলে গিয়ে ছবিটি দেখেনি। কিন্তু টেলিভিশনে দেখানোর পর ঠিকই দেখেছে। আমার ধারণা অনেক মানুষ আছে, যারা টেলিভিশনে ছবি দেখতে ভালোবাসে। “রেস থ্রি” ছবিটাও দেখবে।’

গতকাল শনিবার রাত ৯টায় জি সিনেমায় দেখানো হয়েছে ছবিটি। গত বছর বলিউডে মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছেন সালমান খান, অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহ। ছবিতে আবেদনময়ী অভিনয়শিল্পী হিসেবে যেমন ভালো করেছেন ডেইজি তেমনি অ্যাকশন দৃশ্যে। ছবিটি প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডেইজি বলেছেন, ‘আমি একটি সফল ছবির অংশ হতে চেয়েছিলাম, সে জন্যই এই ছবিটি করা।’ তিনি মনে করেন বাণিজ্যিক ছবি গুরুত্বপূর্ণ। তবে অর্থপূর্ণ ছবিই করতে চান তিনি। শিগগিরই একটি গুজরাটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN