শাহজালাল বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ।
যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ।
সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে ৫টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, কিউআর ৬৩৮ ফ্লাইটে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি দোহা থেকে ঢাকায় আসে। কাতার এয়ারওয়েজের এয়ারবাস ৩৩২ উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে।
তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
গত বছরের ২২ অক্টোবর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরি অবতরণ করেছিল।