বাটন, চার্জিং পোর্টবিহীন স্মার্টফোন।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মেইজুর নতুন চমক দেখা যাবে শিগগির। এ প্রতিষ্ঠানটি ‘মেইজু জিরো’ নামে একটি নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। মজার বিষয়, ডিভাইসটিতে কোনো ফিজিক্যাল বাটন কিংবা চার্জিং পোর্ট নেই। ফোনটিতে নেই কোনো সিম কার্ড স্লট ও মাইক্রো এসডি কার্ড ব্যবহারের স্লট। নেই কোনো নচ।
ফুল ভিউ ডিসপ্লের এ ডিভাইসটির সামনের দিকটি দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস ৯-এর মতো। এর ডিসপ্লে সাইজ ৫ দশমিক ৯৯ ইঞ্চি। রেজুলেশন ১০৮০দ্ধ২১৬০ পিক্সেল। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫। গেমিং ও গ্রাফিকসের জন্য রয়েছে অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ।
চার্জার পোর্টের বদলে রয়েছে ওয়্যারলেস প্রযুক্তি। সুপার এমচার্জিং প্রযুক্তি রয়েছে। এ কারণে দ্রুত চার্জ হবে ডিভাইসটি। গান শোনার জন্য ব্লুটুথ রয়েছে। শব্দ নিয়ন্ত্রণের জন্য রয়েছে প্রেশার সেনসিটিভ ভলিউম আপ-ডাউন সুবিধা। এখানে ব্যবহার করা হয়েছে এমইঞ্জিন ২.০ প্রযুক্তি।
সিম কার্ডের বদলে রয়েছে ই-সিম প্রযুক্তি। ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১২ ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ফেস আনলক সুবিধা।
ডিভাইসটি বাজারে আসবে আগামী মাসে।