বাটন, চার্জিং পোর্টবিহীন স্মার্টফোন

বাটন, চার্জিং পোর্টবিহীন স্মার্টফোন।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মেইজুর নতুন চমক দেখা যাবে শিগগির। এ প্রতিষ্ঠানটি ‘মেইজু জিরো’ নামে একটি নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। মজার বিষয়, ডিভাইসটিতে কোনো ফিজিক্যাল বাটন কিংবা চার্জিং পোর্ট নেই। ফোনটিতে নেই কোনো সিম কার্ড স্লট ও মাইক্রো এসডি কার্ড ব্যবহারের স্লট। নেই কোনো নচ।
ফুল ভিউ ডিসপ্লের এ ডিভাইসটির সামনের দিকটি দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস ৯-এর মতো। এর ডিসপ্লে সাইজ ৫ দশমিক ৯৯ ইঞ্চি। রেজুলেশন ১০৮০দ্ধ২১৬০ পিক্সেল। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫। গেমিং ও গ্রাফিকসের জন্য রয়েছে অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ।
চার্জার পোর্টের বদলে রয়েছে ওয়্যারলেস প্রযুক্তি। সুপার এমচার্জিং প্রযুক্তি রয়েছে। এ কারণে দ্রুত চার্জ হবে ডিভাইসটি। গান শোনার জন্য ব্লুটুথ রয়েছে। শব্দ নিয়ন্ত্রণের জন্য রয়েছে প্রেশার সেনসিটিভ ভলিউম আপ-ডাউন সুবিধা। এখানে ব্যবহার করা হয়েছে এমইঞ্জিন ২.০ প্রযুক্তি।
সিম কার্ডের বদলে রয়েছে ই-সিম প্রযুক্তি। ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১২ ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ফেস আনলক সুবিধা।
ডিভাইসটি বাজারে আসবে আগামী মাসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.