নাসিরউদ্দিন শাহ-আমির খান বিশ্বাসঘাতক!

নাসিরউদ্দিন শাহ-আমির খান বিশ্বাসঘাতক!

ভারতের দুজন বরেণ্য অভিনেতাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রভাবশালী নেতা ইন্দ্রেশ কুমার। তিনি তীব্র ভাষায় নাসিরউদ্দিন শাহ আর আমির খানকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ‘তাঁরা ভালো অভিনেতা হতে পারেন, কিন্তু তাঁরা বিশ্বাসঘাতক। তাঁরা কোনো সম্মান পাওয়ার যোগ্য নন। মীরজাফর আর জয়চন্দের সঙ্গে তাঁদের আচরণ ও কাজের যথেষ্ট মিল রয়েছে।’ গতকাল সোমবার আলিগড়ে এক অনুষ্ঠানে এভাবে বলিউড দুই অভিনেতাকে আক্রমণ করেন এই আরএসএস নেতা। পাশাপাশি তাঁদের ‘দেশদ্রোহী’ বলে অভিহিত করেন।

ইন্দ্রেশ কুমার আরও বলেন, ভারতে এখন সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মতো ব্যক্তি প্রয়োজন। ২৬ নভেম্বরের হামলার পর জীবিত ধরা পড়া সন্ত্রাসী আজমল কাসাবের মতো কাউকে নয়। এপিজে আবদুল কালামের দেখানো পথ প্রয়োজন। কাসাবের পথে যারা হাঁটবে, তারা বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত হবে।’

এর আগে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে সমালোচনার শিকার হন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন শাহ। গত বছরের ৩ ডিসেম্বর উত্তর প্রদেশের বুলন্দ শহরে গোরক্ষকদের তাণ্ডবের জেরে নিহত হন পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিং। এই ঘটনার পর এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরউদ্দিন শাহ অভিযোগ করেন, দেশের কিছু জায়গায় পুলিশকর্মীর থেকে গরুর মৃত্যু বেশি গুরুত্ব পাচ্ছে। সেসব স্থানে আইন নিজের হাতে তুলে নিচ্ছে উন্মত্ত জনতা।

এরপর বিজেপি নেতা মহেন্দ্রনাথ পান্ডে বলেছেন, ‘নাসিরউদ্দিন শাহ “সারফারোশ”‌ ছবিতে পাকিস্তানের গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন তিনি সত্যি সত্যিই পাকিস্তানি চরের মতো আচরণ করছেন।’ হিন্দুত্ববাদী সংগঠন নবনির্মাণ সেনার প্রধান অমিত জানি বলেন, তিনি নাসিরউদ্দিন শাহর জন্য করাচির বিমানের ওয়ান ওয়ে টিকিট বুক করে দেবেন। হিন্দুত্ববাদী আরেকটি সংগঠন বলেছে, নাসিরউদ্দিন শাহর এ দেশে না পোষালে তিনি অন্য দেশে চলে যান না কেন? বাবা রামদেব বলেছেন, ‘সব দেশেই হিংসা আর অসহিষ্ণুতা আছে৷ কোনো দেশই এর ঊর্ধ্বে নয়৷ কিন্তু কেউ তাই বলে নিজের দেশকে দায়ী করে না৷’ তিনি আরও বলেন, ‘এই দেশের সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে নাসিরউদ্দিন শাহ আজ এত জনপ্রিয়৷ সেই দেশের গায়ে ধর্মীয় অসহিষ্ণুতার ট্যাগ লাগিয়ে তিনি অকৃতজ্ঞতা, অশ্রদ্ধা আর বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন৷’ উত্তর প্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলেছেন, ‘নাসিরউদ্দিন শাহ সমাজে বিষ মেশানোর কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন নাসিরউদ্দিন শাহর ভয় লাগেনি। এখন পরিস্থিতি ভালো, কিন্তু তাঁর ভয় লাগছে। তিনি যেখানে নিজেকে নিরাপদ মনে করেন, তাঁর সেখানেই যাওয়া উচিত।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.