বাংলাদেশ-ভারতের মধ্যকার বহুপ্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিলের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, এ চুক্তি দু’দেশের মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়ের নিষ্পত্তিতে একটি বলিষ্ঠ পদক্ষেপ।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাস হওয়ায় তিনি এ প্রতিক্রিয়া জানান। শুক্রবার (০৮ মে) সকালে সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ঐতিহাসিক এ সিন্ধান্তের মাধ্যমে ছিটমহল সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে দু’দেশের মধ্যদিয়ে প্রবাহিত অভিন্ন নদ-নদীর পানিবন্টন, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয়েও যৌথ ও সমন্বিত কার্যক্রম এগিয়ে যাবার পথ সুগম হবে বলে আশাপ্রকাশ করেন তথ্যমন্ত্রী।