টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মানবপাচারকারী নিহত

Dhalu_Hossa_sm_266175157কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন।

নিহতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, নিহতরা মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত।

তিনি আরো জানান, ধলু হোসেনের বিরুদ্ধে নয়টি মামলা, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আটটি মামলা ও জাফর আলমের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

এ ঘটনায় শুক্রবার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই তিন মানবপাচারকারীতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে দ্বীপ হ্যাচারি এলাকায় পাচারের উদ্দেশে একদল লোককে জড়ো করা হয়েছে খবরে রাত ৩টার পরে পুলিশ গ্রেফতারকৃতের সঙ্গে নিয়ে অভিযান চালায়।

এ সময় পাচারকারী চক্র পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ওই তিন পাচারকারীর মৃত্যু হয়। আহত হন পুলিশের ওসিসহ তিন সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত (শুক্রবার সকাল সাড়ে ৯টা) নিহতদের মৃতদেহ টেকনাফ থানায় রয়েছে বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.