অবিলম্বে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নেপালে গত মাসের প্রলয়ংকারী ভূমিকম্পের পর দেশটির প্রায় ১০ লাখ শিশুর শিক্ষাজীবন শেষ হয়ে যাবে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ।
আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রতি ১০টির মধ্যে নয়টি বিদ্যালয়ের ভবনই ধ্বংস হয়ে গেছে। ১২ দিন আগে সংঘটিত প্রলয়ংকারী ওই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে ২৪ হাজার শ্রেণিকক্ষ।
বিবিসি জানিয়েছে, নেপালের দুর্যোগাক্রান্ত শিশুদের শিক্ষার নিশ্চিত করার জন্য ইউনিসেফ অস্থায়ীভাবে কিছু বিকল্প জায়গার ব্যবস্থা করছে।
বর্তমানে নেপালের সবগুলো বিদ্যালয় বন্ধ রয়েছে। যেসব বিদ্যালয়ের ভবন ধসে পড়েনি, সেগুলো জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে আপাতত ব্যবহৃত হচ্ছে। আগামী ১৫ মে এসব বিদ্যালয়ে ফের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, নেপালে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন হয়েছে অসংখ্য মানুষ।