তিন শতাধিক যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীতে পাখায় জাল জড়িয়ে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ ‘বে-ক্রুজ’। শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাহাজটি আটকা পড়ে, এখনও উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।
বে-ক্রুজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহজাহান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে জাহাজটি উপজেলার দমদমিয়া জেটিঘাট থেকে তিন শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। এক ঘণ্টা চলার পর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় জাহাজের পেছনের পাখা জালে (বিহিঙ্গি জাল) জড়িয়ে পড়ে। এতে জাহাজটি বন্ধ হয়ে যায়। বেলা বেলা ৩টা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) একইস্থানে আটকে আছে এটি। পাখার সঙ্গে জড়িয়ে যাওয়া জাল ছাড়ানোর চেষ্টা চলছে।’
তবে আটকা পড়া জাহাজ থেকে ট্রলারে করে অর্ধ-শতাধিক যাত্রীকে সেন্টমার্টিনে নিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দা নুর মুহাম্মদ। তিনি বলেন, ‘টেকনাফ থেকে সেন্টমার্টিন আসার পথে নাফনদে আটকা পরে ওই জাহাজ। পরে বিকালে দ্বীপ থেকে দুইটি ট্রলার গিয়ে কিছু যাত্রী নিয়ে আনা হচ্ছে। ট্রলারগুলো দ্বীপের ঘাটে পৌঁছায়নি। এখনও জাহাজটি সেখানে আটকা রয়েছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মো. হোসেন বলেন, ‘জাহাজটির ধারণক্ষমতা ২৫১ জন হলেও এতে তিন শতাধিক পর্যটক ওঠানো হয়েছে। এ মৌসুমে শুরু থেকে জাহাজটি অতিরিক্ত পর্যটক পরিবহন করে আসছে। এর রুট পারমিট বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। কিছুদিন আগে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম শাখা জাহাজটিকে পরিবেশ দূষণের জন্য একলাখ টাকা জরিমানা করে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রবিউল হাসান বলেন, ‘জাহাজটি উদ্ধার করতে সেন্টমার্টিন থেকে কয়েকজন ডুবুরি এনে জালগুলো সরানোর চেষ্টা চলছে।’